শিরোনাম
করোনা ২য় ডোজ টিকার কার্যক্রম চলমান রয়েছে। উপস্থিত অত্র ইউনিয়নের সম্মাণিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বি.এ, ইউপি সচিব মোঃ আতাউল গণি পারভেজ, উদ্যোক্তা আব্দুল্লাহ আল নোমান, পুরুষ/মহিলা এম ইউ পি, টিকা প্রধানকারী, টিকা গ্রহণ কারী, দফাদার, গ্রাম পুলিশ ও অন্যান্য ব্যক্তিবর্গ।