পালাকাটা-রামপুর রাবার ড্যাম ‘মাতামুহুরী দ্বিতীয় সেচ প্রকল্পে’র আওতায় পানি উন্নয়ন বোর্ড মাতামুহুরী নদীর বাঘগুজারা ও পালাকাটা-রামপুর পয়েন্টে ৬০ কোটি ১ লাখ টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্তম দুটি রাবার ড্যাম আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে অত্র ইউনিয়নের কৃষিক্ষেত্রে খুলে গেল অপার সম্ভাবনার দুয়ার। এখন চকরিয়া-পেকুয়ায় প্রতিবছর শুষ্ক মৌসুমে অন্তত ৭০ হাজার একর জমিতে মাতামুহুরী নদীর মিঠাপানির সুবিধা নিয়ে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ড সূত্র অনুযায়ী, বৃহত্তর চকরিয়ায় মাতামুহুরী নদীর আয়তন অন্তত ৫৫ কিলোমিটার। এই নদীর চকরিয়ার পালাকাটা-রামপুর পয়েন্টে ১৮৬ দশমিক ৫০ মিটার লম্বা দেশের অন্যতম বৃহত্তম রাবার ড্যাম নির্মাণের কাজ শুরু করে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরই। ড্যামটির নির্মাণকাজ শুরুর পর শেষ হতে সময় লেগেছে তিন বছর। পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি ও প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি পালাকাটা-রামপুর পয়েন্টের ড্যামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS